রূপক মুখার্জি, নড়াইল : নড়াইল-২ আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বৃহস্পতিবার স্ত্রী সুমনা হক সুমীকে সাথে নিয়ে লোহাগড়া উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাচনী পথসভা শেষে ফেরার পথে তার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ডিবি পুলিশের এক কর্মকর্তা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

ওই পুলিশ কর্মকর্তার নাম মোঃ মনির হোসেন(৪০) তার বাড়ী যশোর জেলার বাঘারপাড়া উপজেলায়। তিনি নড়াইল জেলা গোয়েন্দা পুলিশের এ এস আই পদে কর্মরত ছিল । তার মৃত্যুর খবর শুনে মাশরাফি নির্ধারিত কর্মসূচি স্থগিত করে দ্রুত হাসপাতালে ছুটে আসেন। এ সময় মৃত কর্মকর্তাকে দেখে অঝোরে কাঁদলেন মাশরাফি ও ডিবি পুলিশের অন্য সদস্যসহ উপস্থিত অনেকে।

বৃহস্পতিবার সকালে মাশরাফি বিন মর্তুজা তার স্ত্রী সুমনা হক সুমীসহ অন্যান্য নেতা-কর্মীদের নিয়ে নির্বাচনী এলাকার হবখালী, মিঠাপুর, নলদী, ব্রামনডাঙ্গা, কলাগাছী, কাশিপুর বোর্ড অফিস, জয়পুর স্লুইজগেট হয়ে দুপুরে দেবী-সত্রহাজারী শ্বশুরবাড়ী এলাকায় নির্বাচনী পথসভা করেন।

বিকালে সেখান থেকে লোহাগড়ায় ফেরার সময় তার সাথে থাকা জেলা ডিবি পুলিশের এ এস আই মোঃ মনির হোসেন হৃদরোগে আক্রান্ত হন। দ্রুত তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত ডাক্তার মুহাইমিন জিসান তাকে মৃত ঘোষণা করেন।

এ সময় হাসপাতালে উপস্থিত মাশরাফি ও ডিবি পুলিশসহ অনেকের কান্নায় ভেঙ্গে পড়েন। হাসপাতাল চত্বর হৃদয় বিদারক দৃশ্যের অবতারন হয়। হাসপাতালে প্রায় দুই ঘন্টা অপেক্ষার পর সন্ধ্যায় নেতা-কর্মীদের বিশেষ অনুরোধে পূর্ব নির্ধারিত কুন্দশীর মোড়, মল্লিকপুর, করফার মোড়, ইতনা, রাধানগর ,পাংখারচর লোহাগড়া পৌরসভার আর এল পাশা স্কুল মাঠের পথসভায় বক্তব্য রাখেন।

(আরএম/এসপি/ডিসেম্বর ২৭, ২০১৮)