স্পোর্টস ডেস্ক, ঢাকা : ২১ বছর বয়সী স্ট্রাইকার আলভারো মোরাতা রিয়াল মাদ্রিদ থেকে ২০ মিলিয়ন ইউরোর বিনিময়ে ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাসে যোগ দিয়েছেন। প্রাক মৌসুম এই ট্রান্সফার নিয়ে দারুন সন্তষ্ট জুভেন্টাসের পরিচালক গিউসেপ মারোট্টা বলেছেন বর্তমানে বিশ্বের অন্যতম সেরা তরুন প্রতিভাবান খেলোয়াড়কে দলে নিতে পেরে তারা দারুন উচ্ছসিত। পাঁচ বছরের চুক্তিতে জুভেন্টাসে এসেছেন মোরাতা।

যদিও তিনি স্বীকার করেছেন স্প্যানিশ যুব আন্তর্জাতিক দলের অংশ হিসেবে মাদ্রিদকে এ ব্যপারে রাজী করাতে তাদের বেশ বেগ পেতে হয়েছে। একইসাথে মোরাতাকে দলে নিতে অন্য ক্লাবগুলোরও চাপ ছিল। মারোট্টা বিশ্বাস করেন তরুণ এই খেলোয়াড়কে নিতে যে দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে দিয়ে তাদের যেতে হয়েছে তা ভবিষ্যতে ক্লাবকে আর্থিক ভাবে লাভবান করে তুলবে। সাংবাদিকদের কাছে মারোট্টা এ প্রসঙ্গে বলেছেন, ‘তার বয়স এখন মাত্র ২১। রিয়াল মাদ্রিদ থেকে সে পাঁচ বছরের জন্য আমাদের ক্লাবে এসেছে। ইউরোপীয়ান ফুটবল এবং একইসাথে বিশ্বের অন্যতম সেরা তরুন প্রতিভা হিসেবে তাকে ইতোমধ্যেই বিবেচনা করা হচ্ছে। স্প্যানিশ অনুর্ধ্ব-১৯ ও অনুর্ধ্ব-২১ দলের হয়ে সে ২০১১ ও ২০১২ সালের ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপের দুটি শিরোপা জিতেছে, ঐ টুর্ণামেন্টগুলোতে গোল্ডেন বুট জিতেছে। রিয়াল মাদ্রিদের সাম্প্রতীক চ্যাম্পিয়নস লীগ শিরোপা জয়ের অংশ ছিলেন। তার মধ্যে জয়ের মানসিকতা তৈরি হয়েছে। তাকে বেছে নিতে সে আমাদের সকলকে বাধ্য করেছে। রিয়াল মাদ্রিদ তাকে রেখে দিতে চেয়েছিল। আর তাই সমঝোতায় আসা দারুন কঠিন হয়ে পড়েছিল। অন্য ক্লাবগুলোরও চাপ ছিল। আলভারো এখানে এসেছে শুধুমাত্র তার নিজের আগ্রহে। আশা করছি আমরা তাকে রেখে দিতে পারবো।

(ওএস/পি/জুলাই ২০, ২০১৪)