গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে র্বানা আকুব গ্রামে অগ্নিকাণ্ডে ৪টি পরিবারের ৮টি ঘর ও আসবাবপত্র ভস্মীভূত হয়ে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। 

আজ শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে কামারদহ ইউনিয়নের বার্না আকুব গ্রামে একটি বাড়ির বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুনে ৭টি ঘর, আসবাবপত্র সম্পূর্ন ভস্মীভূত হয়েছে ।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে জনগণের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে ক্ষতিগ্রস্ত সোলেমান আলী বলেন, তার ঘর ও আসবাবপত্র একেবারে পুড়ে গেছে। এছাড়াও আগুনে পার্শ্ববতী ছালাম, জামাল, কামালের ঘর ও আসবাবপত্র পুড়ে গেছে। তারা আরও জানায় এতে তাদের প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ আব্দুল হামিদ আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে জানান, বেলা সাড়ে ৩টার দিকে এ অগ্নিকান্ডে ৪টি পরিবারের ৭টি ঘর ও আসবাবপত্র পুড়ে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে ।

(এসআরডি/এসপি/ডিসেম্বর ২৮, ২০১৮)