সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোনা) : নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) নির্বাচনী এলাকায় চারিদিকে শুধু আওয়ামীলীগের মনোনীত প্রার্থী অসীম কুমার উকিল আর নৌকা প্রতীক ছাড়া কিছুই নেই। দুই উপজেলার একটি পৌরসভা ও ২০টি ইউনিয়নে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের বাইরেও সকল শ্রেণি পেশার মানুষের মুখে মুখেই ফিরছে নৌকার জয়গান।

স্বাধীনতার পরবর্তী সময়ে এই আসনে আওয়ামীলীগের কোন কেন্দ্রীয় নেতা নৌকা নিয়ে আসেননি। এবারই আওয়ামীলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক সাবেক ছাত্র নেতা অসীম কুমার উকিলকে পেয়ে আনন্দে উদ্বেলিত। নেতাকর্মী ও সমর্থকরা দাবি করছেন আমরা যত বেশি নৌকায় ভোট দেব, শেখ হাসিনা ততবেশি সম্মানিত হবেন আর তার সম্মানে আমরা প্রথমবারের মতো পাব মন্ত্রীপরিষদের সদস্য হিসেবে অসীম উকিলকে।

তারা আরো দাবি করেন, অসীম উকিল এম.পি হলে একদিকে যেমন মন্ত্রী হবেন। তেমনি তার পাশাপাশি তার স্ত্রী অধ্যাপক অপু উকিলও এই এলাকার মানুষের জন্য কাজ করবেন। এজন্যই শুধু চারিদিকে নৌকা আর নৌকা।

(এসবি/এসপি/ডিসেম্বর ২৮, ২০১৮)