ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : একসময়ের তুখোর ছাত্র নেতা রংপুর কারমাইকেল কলেজ ছাত্র সংসদের নির্বাচিত সাবেক ভিপি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল ছাত্র সংসদের সাবেক জিএস, প্রাক্তন ন্যাপ নেতা, ১৯৭০ ও ১৯৭৩ এর সংসদ নির্বাচনে কুঁড়েঘর মার্কার প্রার্থী, মুক্তিযুদ্ধের সংগঠক ও বর্তমান আওয়ামী লীগ নেতা আব্দুল হালিম চৌধুরী মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখার স্বার্থে এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকা মার্কায় ভোট দেয়ার আহব্বান জানিয়েছেন।

শুক্রবার সকালে তাঁর বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি বলেন, ‘উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্নে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নের্তৃত্বে বাঙ্গালি জাতি আজ একাত্তরের মতোই নৌকা বিজয়ী করতে ঐক্যবদ্ধ। তাই মুক্তিযুদ্ধের চেতনা অক্ষুন্ন এবং শেখ হাসিনা সরকারের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আবারো বিপুল ভোটে নৌকা বিজয়ী হবে।

তিনি আরো বলেন, বিগত সময়ে শামসুর রহমান শরীফ ঈশ্বরদী ও আটঘোড়িয়া এলাকায় ব্যাপক উন্নয়ন সাধন করেছেন। যেকারণে ঈশ্বরদীর অর্থনীতি আজ শক্তিশালী। এলাকার মানুষ শান্তিতে বসবাস করছে। জননেত্রী শেখ হাসিনা ঈশ্বরদীর আরো উন্নয়ন সাধনের লক্ষ্যেই ডিলু ভাইকে মনোনয়ন দিয়েছেন।

বাংলাদেশে উন্নয়নে যেমন শেখ হাসিনার বিকল্প নেই, তেমনি ঈশ্বরদীর উন্নয়নে ডিলু ভাইয়ের বিকল্প নেই। তাই আগামী ৩০শে ডিসেম্বর দলমত, জাতি,ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী ও পেশার মানুষকে নৌকায় ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করতে হবে।

এসময় সাংবাদিকদের মধ্যে ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক আব্দুল বাতেন, ঈশ্বরদীর কাগজের সম্পাদক ও শিল্প-বণিক সমিতির সদস্য কে এম আবুল বাশার, স্বকাল বাংলার সম্পাদক মিশুক প্রধান, পদ্মার খবরের সম্পাদক আমিরুল ইসলাম রিংকু, সমস্বর সাম্পাদক আব্দুল কাদের,সাংবাদিক আলমাস আলী, মযনুল ইসলাম মিন্টু, মাহফুজুর রহমান শিফন, রিয়াদ ইসলাম প্রমুখ সাংবাদিক উপস্থিত ছিলেন।

(এসকেকে/এসপি/ডিসেম্বর ২৮, ২০১৮)