সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া (গাজীপুর) : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৪, কাপাসিয়া আসনে   নিবাচনী প্রচার শেষ হলেও  দলীয় নেতা কর্মীরা আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত  ভোটারদের বাড়ীতে বাড়ীতে গিয়ে আওয়ামীলীগের মনোনিত নৌকার প্রার্থী সিমির হোসেন রিমি‘র পক্ষে কাজ করে যাচ্ছেন। 

এর সাথে প্রত্যাক ভোটারে কাছে ভোটার স্লিপ পৌচ্ছে দিচ্ছে। উপজেলার ১১ ইউনিয়নে আওয়ামীলীগের ওয়ার্ড কমিটির উদ্যোগে কয়েক হাজার নেতা কর্মীরা এ কাজে নিয়োজিত রয়েছে বলে সুত্র জানান।

নেতা কর্মী নৌকা মার্কা সম্বলিত ভোটার স্লিপ নিয়ে রিমি আপার সালাম জানিয়ে এবং নৌকা মার্কাকে ভোট দেয়ার অনুরোধ জানিয়ে এসব শ্লিপ বিতরন করছেন। এলাকার সরেজমিনে ঘুরে দেখা গেছে এসব চিত্র।

এদিকে আওয়ামীগ নির্বাচনী সকল প্রকার প্রস্তুতি গ্রহন করেছেন। প্রতিটি ভোট কেন্দ্রে পোলিং এজেন্টদের দিন ব্যাপী প্রমিক্ষণ দেয়া হয়েছে। তাদের ভোট কেন্দ্রের যা যা প্রয়োজন তা বুঝিয়ে দেয়া হয়েছে। কোন প্রকার জাল ভোট যাতে কেউ দিতে না পারে সে দিকে নজর রাখার জন্য বলা হয়েছে। দলীয় নেতা কর্মীদের ভোট কেন্দ্রের বাইরে থেকে নিবাচনে কাজ করার জন্য দলীয় প্রার্থী নির্দেশ দিয়েছেন বলে জানা যায়।

এদিকে এলাকায় ভোটের পরিবেশ নিয়ে সাধারণ মানুষ সন্তুষ্ঠ রয়েছেন। তারা মনে করছেন ভোটের উৎসব বিরাজ করছে। ভোটের দিনে উৎসব মুখর পরিবেশে তাদের নিজের ভোট প্রয়োগ করতে পারবে বলে আশা করছেন তারা। এলাকা জুড়ে এখন ভোটের উসব বিরাজ করছে। আইন শৃংখলা বাহিনী এলাকায় তৎপর রয়েছে। যে কোন নাশকতা রোধ করার প্রস্তুতি রয়েছে বলে আইন শৃংখলা বাহিনীর সুত্র জানায়।

(এসকেডি/এসপি/ডিসেম্বর ২৮, ২০১৮)