স্টাফ রিপোর্টার : আগামীকাল রবিবার (৩০ ডিসেম্বর) অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে দায়িত্বরত সব বাহিনীর প্রতি নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা। পাশাপাশি দল-মতের ঊর্ধ্বে থেকে নির্ভয়ে দায়িত্ব পালনের জন্য নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি।

শনিবার (২৯ ডিসেম্বর) বিকেলে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে সিইসি এই নির্দেশ দেন।

নির্বাচনী প্রতিযোগিতা যেন সহিংসতায় রূপ না নেয় সেজন্য অংশগ্রহণকারী দল ও প্রার্থীদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়ে সিইসি বলেন, এরমধ্যে কিছু নির্বাচনী সহিংসতার ঘটনা ঘটেছে। যাতে সুষ্ঠু পরিবেশ ব্যাহত হয়েছে।

এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি।

(ওএস/এসপি/ডিসেম্বর ২৯, ২০১৮)