শেখ আহসানুল করিম, বাগেরহাট : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের ৪টি সংসদীয় আসনে সুষ্ঠ ও অবাধ নির্বাচনের জন্য ৬ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছেন নির্বাচন কমিশন।

জেলার ৪টি সংসদীয় আসনে এবার ৪ শত ৬৮ ভোট কেন্দ্রের ২ হাজার ২ শত ৮৪টি পুলিং বুথে ১১ লাখ ১৩ হাজার ১ শত ৬৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে ৫ লাখ ৫৯ হাজার ২ শত ৫৯ জন পুরুষ ও ৫ লাখ ৫৩ হাজার ৮ শত ৯৬ জন নারী ভোটার রয়েছে।

সুষ্ঠুভাবে ভোট গ্রহণের জন্য রয়েছেন ৪ শত ৬৮ জন প্রিজাইডিং কর্মকর্তা, ২ হাজার ২ শত ৮৪ জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা এবং ৪ হাজার ৫ শত ৬৮ জন পোলিং এজেন্ট দায়িত্ব পালন করবেন। শনিবার সকালে প্রতিটি ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে।

ভোটের দিনে আইনশৃঙ্খলা রক্ষার্থে জেলার ৪ শত ৬৮ ভোট কেন্দে প্রায় ৫ হাজার ৬ শত আনসার সদস্য, ১৬ শতাধিক পুলিশ সদস্য ও শতাধিক র‌্যাব সদস্য থাকবে। এছাড়াও পুলিশের একশ ভ্রাম্যমান টিম মাঠে টহল দিবেন। পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, নৌবাহিনী ও কোস্টগার্ডের মোতায়েন করা হয়েছে। পাশাপাশি জেলা রিটার্নিং কর্মকর্তার দপ্তরের নির্বাচনী ভ্রাম্যমান আদালত নির্বাচনী মাঠে দায়িত্ব পালন করবেন। বাগেরহাটের ৪টি সংসদীয় আসনে প্রধান প্রতিদন্ধি আওয়ামী লীগের নৌকা ও বিএনপি’র ধানের শীষের প্রার্থীসহ বিভিন্ন দল ও স্বতন্ত্র মিলে সর্বমোট ২২জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন।

বাগেরহাট- ১ (চিতলমারী, মোল্লাহাট ও ফকিরহাট) সংসদীয় আসনে ১ শত ১০টি কেন্দ্রে ৫ শত ৯৫টি ভোট কক্ষে ভোট দিবেন ৩ লাখ ২ হাজার ৩ শত ২৮ জন। এ আসনে ৪ জন প্রতিদ্বন্দী প্রার্থীর মধ্যে প্রতিদন্ধিতা হচ্ছে বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র আওয়ামী লীগের প্রার্থী বর্তমান এমপি শেখ হেলাল উদ্দিনের সাথে প্রতিদন্ধিতা হচ্ছে বিএনপির প্রার্থী শেখ মাসুদ রানার।

বাগেরহাট- ২ (সদর ও কচুয়া) সংসদীয় আসনে ১ শত ১৯টি কেন্দ্রে ৫ শত ৯১টি ভোট কক্ষে ভোট দিবেন ২ লাখ ৮৪ হাজার ৯৬ জন। এ আসনে ৭ জন প্রতিদ্বন্দী প্রার্থীর মধ্যে প্রতিদন্ধিতা হচ্ছে আওয়ামী লীগের প্রার্থী বঙ্গবন্ধু পরিবারের তৃতীয় প্রজন্ম শেখ সারহান নাসের তন্ময়ের সাথে প্রতিদন্ধিতা হচ্ছে বিএনপির প্রার্থী এমএ সালামের।

বাগেরহাট- ৩ (রামপাল ও কচুয়া) আসনে ৯৬টি কেন্দ্রে ৪ শত ৭১টি ভোট কক্ষে ভোট দিবেন ২ লাখ ২৬ হাজার ১ শত ৯৪ জন। এ আসনে ৫ জন প্রতিদ্বন্দী প্রার্থীর মধ্যে প্রতিদন্ধিতা হচ্ছে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান এমপি হাবিবুন নাহার তালুকদারের সাথে প্রতিদন্ধিতা হচ্ছে ধানের শীষের প্রার্থী জামায়াত নেতা শেখ আব্দল ওয়াদুদের।

বাগেরহাট- ৪ (মোরেলগঞ্জ ও শরণখোলা) আসনে ১ শত ৪৩টি কেন্দ্রে ৬ শত ২৭টি ভোট কক্ষে ভোট দিবেন ৩ লাখ ৫ শত ৪৭ জন। এ আসনে ৬ জন প্রতিদ্বন্দী প্রার্থীর মধ্যে প্রতিদন্ধিতা হচ্ছে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান এমপি মো. মোজ্জাম্মেল হেসেনের সাথে প্রতিদন্ধিতা হচ্ছে ধানের শীষের প্রার্থী জামায়াত নেতা মো. আব্দুল আলীমের।

বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় বলেন, শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনী প্রস্তুত রয়েছে। সব ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে পুলিশ, আনসার, বিজিবি ও র‌্যাব সদস্যদের মাঠে মোতায়েন করাসহ ৬ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে। এসব বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী টহল দিচ্ছে। শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনী সর্বোচ্চ সতর্ক রয়েছে।

বাগেরহাটের রিটার্নীং কর্মকর্তা ও জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস বলেন, বাগেরহাটের চারটি আসনে মোট ভোট কেন্দ্র রয়েছে ৪৬৮টি। একটি অবাধ, সুষ্ঠু গ্রহনযোগ্য নির্বাচনের জন্য সব প্রস্তুতি শেষ হয়েছে। ব্যালট বাক্স, ব্যালট পেপার নির্বাচনী সরঞ্জামাদি কেন্দ্রে-কেন্দ্র পৌছে দেয়া হয়েছে।

(এসএকে/এসপি/ডিসেম্বর ২৯, ২০১৮)