ধামরাই প্রতিনিধি : আগামীকাল একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল প্রস্তুতি সমপন্ন করেছে ধামরাই উপজেলা নির্বাচন অফিস। সকাল থেকেই নির্বাচনী সকল সরঞ্জাম ব্যালট পেপার ব্যালট বক্স সহ যাবতীয় মালামাল ধামরাইয়ের ১৪০টি ভোট কেনেদ্রর জন্য সংশ্লিষ্ট পুলিং কর্মকর্তাদের হাতে বুঝিয়ে দিয়ে স্ব স্ব কেন্দ্রে যাবার জন্য নির্দিষ্ট গাড়ির মাধ্যেমে প্রেরণ করেছে।

ধামরাইয়ের সহকারী রির্টানিং অফিসার ইউএনও আবুল কালাম কালাম বলেন সকাল থেকেই সুশৃংখল ভাবে সকল কেন্দ্রে নির্বাচনী সকল সরঞ্জাম ব্যালট পেপার ,ব্যালট বক্স সহ যাবতীয় মালামাল প্রতিটি কেন্দ্রে নিরাপত্তার সাথে আনসার পুলিশ সহ বিজিবি সেনাবাহিনীর নজরদারীতে সম্পন্ন করা হয়েছে বলে জানান।

তিনি বলেন, শান্তিপুন্নভাবে আগামীকাল রবিবার সকাল আটটা থেকে ভোট গ্রহন শুরু হবে সুন্দর ভাবে বলে।
জাতীয় সংসদ নির্বাচনে ধামরাই উপজেলার সহকারী রির্টানিং কর্মকর্তা ইউএনও অবুল কালাম বলেছেন উৎসব মুখর ও শান্তি পুর্নভাবে এবারের নির্বাচন সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন।

(ডিসিপি/এসপি/ডিসেম্বর ২৯, ২০১৮)