হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর নতুনবাজার এলাকায় সিএনজি চালিত অটোরিকশা ও ওষুধবাহী কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা যাত্রী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।

নিহতরা হলেন মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার চানপুর গ্রামের সুনীল আচার্য্য (৬০) ও তার স্ত্রী রীনা আচার্য্য (৫২)। রবিবার বেলা সাড়ে ১২টায় মিরপুর-শ্রীমঙ্গল সড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত অপর ৩ জনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা সদর থেকে বাহুবল উপজেলার মিরপুরগামী সিএনজিচালিত একটি অটোরিকশা (মৌলভীবাজার-ছ-১১-৯৭০৫) নতুন বাজার এলাকায় পৌঁছুলে স্কয়ার ফার্মাসিউটিক্যালস এর শ্রীমঙ্গলগামী একটি কাভার্ডভ্যানের (ঢাকা মেট্রো-উ-১১-১২৫৫) মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে অটোরিকশাটি ধুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই অটোরিকশা যাত্রী সুনীল আচার্য্য ও তার স্ত্রী রীনা আচার্য্য নিহত এবং অপর ৩ যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়।

নিহতদের পারিবারিক সূত্র জানায়, সুনীল আচার্য্য ও রীনা আচার্য্যরে ৪ কন্যা সন্তানের মধ্যে ৩ জন বিবাহিত। ছোট মেয়ে অনার্সের ছাত্রী। মৌলভীবাজার শহরের বাসিন্দা সুনীল আচার্য্য বাহুবল উপজেলার দেওড়াছড়া চা বাগানের গুদামবাবু হিসেবে দায়িত্ব পালন করতেন। রোববার দুপুরে মিরপুরে আত্মীয় বাড়িতে বেড়ানোর উদ্দেশ্যে মৌলভীবাজার থেকে রওয়ানা দেন। দুর্ঘটনার খবর পেয়ে বাহুবলে থাকা তার স্বজনরা শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় যোগাযোগ করেন। বিকেলে সুনীল আচার্য্যরে আত্মীয়-স্বজন মৌলভীবাজার থেকে এসে লাশ নেয়ার জন্য এডিএম বরাবর আবেদন করেন।
পরে খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি এজাজুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত ২ জনের লাশ উদ্ধার এবং কাভার্ড ভ্যানটি আটক করে। তবে এর চালক পালিয়ে যায়।

(পিডিএস/এটিঅার/জুলাই ২০, ২০১৪)