ধামরাই প্রতিনিধি : জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার ধামরাইয়ে কুয়াশাচ্ছন্ন সকালে শীতল পরিবেশে ১৪০ টি কেন্দ্রেই শান্তি পুর্ন ভোট গ্রহণ শুরু হয়েছে। 

এবার ধামরাইয়ে ৩ লাখ ২০ হাজার ২২৩ জন ভোটার ভোট দিচ্ছেন।সকালে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বাড়ছে। নারী পুরুষ লাইনে দাড়িয়ে অনায়াসে ভোট দিচ্ছেন।

ধামরাইয়ের নৌকা প্রার্থী মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ নিজের কেন্দ্র কুশুরার কান্টাহাটি সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সবার আগে লাইনে দাড়িয়ে প্রথম ভোট দিয়ে বিজয়ের চিহ্ন প্রর্দশন করেন।

এরপরে তার পরিবারে সবাই ভোট দেন। ভোট দেন প্রার্থী বড় ভাই সাবেক রাষ্ট্রদূত সোহরাব হোসেন। তিনি বলেন শান্তি পুর্নভাবে ভোট দিয়েছেন কোনো সমস্য নেই।

নারীদের আগমন সকালেই বেশী। তারা লাইনে দাড়িয়ে ভোট দিচ্ছেন। ভোটাররা বলছেন আসা যাওয়া ও ভোট দিতে কোনো সমস্য নেই, নিজের ভোট নিজে দিয়েছেন বলেন।

ধামরাই পৌর এলাকায় কেন্দ্র গুলোতে ভোটারদের উপস্থিত বেশী। উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহন চলছে ধামরাইয়ের সর্বত্র।

এবার ঢাকা বিশ আসন ধামরাইয়ে মোট ভোটার সংখ্যা-“তিন লাখ বিশ হাজার দুইশত তেইশ জন”।এর মধ্যে মহিলা ভোটার সংখ্যা বেশী। মহিলা ভোটার হচ্ছে-“এক লাখ একষট্টি হাজার সাত শত সাত জনঃ(১৬১৭০৭ জন)। পুরুষ ভোটার হচ্ছে-“এক লাখ আটান্ন হাজার পাঁচ শত ষোল জন”(১৫৮৫১৬ জন) ।মোট ভোটার সংখ্যা ৩২০২২৩ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ১৪০ টি,ভোট কক্ষের সংখ্যা ৫৯৫,অস্থায়ী ভোট কক্ষের সংখ্যা -৫ট মোট ভোট কক্ষের সংখ্যা ৬০০ টি। এছাড়াও ধামরাই আসনের পৌর সভায় নয়টি ওর্য়াডে ভোটার সংখ্যা ৪১ হাজারের বেশী।

(ডিসি/এসপি/ডিসেম্বর ৩০, ২০১৮)