মাদারীপুর প্রতিনিধি : ভোট কারচুপি ও কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেয়ার অভিযোগে মাদারীপুরের তিনটি আসনের মধ্যে দুটি আসনের বিএনপির দুই প্রার্থী ও স্বতন্ত্র এক প্রার্থী নির্বাচন বর্জন করেছেন। রবিবার দুপুরে এই বর্জনের ঘোষণা দেন প্রার্থীরা।

এদিকে মাদারীপুরের ৩টি আসনে সকাল থেকে শান্তিপূর্ণভাবে বিভিন্ন ভোট কেন্দ্রে ভোট দেন ভোটাররা। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে ভোটার উপস্থিতি ছিল তুলনামূলক কম।

দুপুরে মাদারীপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মিল্টন বৈদ্য তার নিজ বাড়ীতে সংবাদ সম্মেলনে নির্বাচন বর্জনের ঘোষণা দেন। এই সিদ্ধান্তের কারণ হিসেবে কেন্দ্র দখল, জাল ভোট, ধানের শীষ প্রতীকের এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ করেছেন তিনি।

অপরদিকে মাদারীপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আল-আমীন মোল্লাও কেন্দ্র দখল, জাল ভোটের অভিযোগ এনে দুপুর ৩টার দিকে ভোট বর্জণের ঘোষণা দেন।

এছাড়াও মাদারীপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আনিচুর রহমান খোকন তালুকদারও দুপুর ২টার দিকে নিজ বাড়ীতে সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জনের ঘোষণা দেন। তিনিও এসময় আওয়ামীলীগ প্রার্থী ও প্রশাসনের বিরুদ্ধে নানা অভিযোগ করেন।

(এএসএ/এসপি/ডিসেম্বর ৩০, ২০১৮)