জোটন চন্দ্র ঘোষ, হালুয়াঘাট : ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া-১৪৬) সংসদীয় আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন ৩০ ডিসেম্বর উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। উক্ত নির্বাচনে প্রতিদ্বন্ধিতায় ছিলেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী জুয়েল আরেং (নৌকা), বিএনপি মনোনীত প্রার্থী আফজাল এইচ খান (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত প্রার্থী আলহাজ্ব হুমায়ুন মোঃ আব্দুল্লাহ আল-হাদী (হাত পাখা) প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করেন। উক্ত নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটের ব্যবধানে

বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী দশম সংসদের সর্বকনিষ্ঠ্য সাংসদ জুয়েল আরেং। জানা যায়, ময়মনসিংহ-১ আসনে হালুয়াঘাট উপজেলার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ভোটার রয়েছে ২ লক্ষ ৩৩ হাজার ১ শত ৪৫ ভোট এবং ধোবাউড়া উপজেলার ৭টি ইউনিয়নে মোট ভোটার রয়েছে ১ লক্ষ ৪৪ হাজার ২ শত ২৮ ভোট উভয় উপজেলায় সর্বমোট ৩ লক্ষ ৭৭ হাজার ৩ শত ৭১ ভোট।

হালুয়াঘাট উপজেলায় ৯২টি কেন্দ্রে ও ধোবাউড়া উপজেলায় ৪৪টি কেন্দ্রে সর্বমোট ১৩৬টি কেন্দ্রে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেছেন ভোটাররা। হালুয়াঘাট উপজেলায় ৯২টি কেন্দ্রে ১ লক্ষ ৫৪ হাজার ৯ শত ৬০ ভোট পেয়ে নৌকা প্রতীক নিয়ে জুয়েল আরেং বিজয়ী হয়। প্রতিদ্বন্ধি প্রার্থী আফজাল এইচ খান ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ২৪ হাজার ১শত ৭১ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত প্রার্থী আলহাজ্ব হুমায়ুন মোঃ আব্দুল্লাহ আল-হাদী হাত পাখা প্রতীকে ৩ হাজার ৭ শত ৩ ভোট পেয়েছেন।

অপরদিকে ধোবাউড়া উপজেলায় নৌকা প্রতীক ১ লক্ষ ৩ হাজার ৯ শত ৬৩ ভোট, ধানের শীষ প্রতীক ৪ হাজার ৪ শত ৬৭ ভোট, হাত পাখা প্রতীক ২ হাজার ৮ শত ৭২ ভোট পেয়েছেন।। উভয় উপজেলায় ১৩৬ টি ভোট কেন্দ্রের মধ্য নৌকা প্রতীক পেয়েছেন ২ লক্ষ ৫৮ হাজার ৯শত ২৩ ভোট পেয়ে বিজয়ী হয়। ধানের শীষ ২৮ হাজার ৬শত ৩৮ ভোট, হাত পাখা ৬ হাজার ৪ শত ৭৫ ভোট পেয়েছেন।

হালুয়াঘাট উপজেলায় নৌকা প্রতীকের বিজয় এবং প্রাপ্ত ফলাফলের সত্যতা নিশ্চিত করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং অফিসার জাকির হোসেন। অপরদিকে ধোবাউড়া উপজেলার নৌকা প্রতীকের বিজয় এবং প্রাপ্ত ফলাফলের সত্যতা নিশ্চিত করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং অফিসার রাশিদুজ্জামান।

(জেসিজি/এসপি/ডিসেম্বর ৩০, ২০১৮)