রূপক মুখাজির্, লোহাগড়া (নড়াইল) : নড়াইল-২ আসনে (লোহাগড়া ও নড়াইল সদরের আংশিক) আওয়ামী লীগ মনোনিত প্রার্থী জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মোর্তজা বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন।

রবিবার (৩০ডিসেম্বর) সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ১৪০ টি ভোট কেন্দ্রে শান্তি পূর্ণ ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচন চলাকালে বড় ধরনের কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। রাত ৮টায় জেলা রির্টানিং অফিসারের কার্যালয় থেকে বেসরকারী ফলাফল জানা গেছে।

বেসরকারী ফলাফল অনুযায়ী, নড়াইল-২ আসনে মহাজোটের নৌকা প্রতীকের প্রার্থী জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা পেয়েছেন ২ লাখ ৭৪ হাজার ৪ শত ১৮ ভোট। মাশরাফি নৌকা প্রতীক নিয়ে মোট ২ লাখ ৬৬ হাজার ৪ শত ১২ ভোটের ব্যবধানে ঐক্যফ্রন্ট প্রার্থী ধানের শীষের ড. ফরিদুজ্জামান ফরহাদ কে পরাজিত করে মাশরাফি বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ পেয়েছেন ৮ হাজার ৬ ভোট।

জেলা রির্টানিং অফিসার ও জেলা প্রসাশক আনজুমান আরা বলেন,নির্বাচন চলা কালে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা বা ভোট কারচুপির ঘটনা ঘটেনি। আনন্দ মুখর পরিবেশে ভোটাররা ভোট প্রয়োগ করেছেন।

(আরএম/এসপি/ডিসেম্বর ৩০, ২০১৮)