সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোনা) : ঘড়ির কাটা তখন ৭ টা ৫৫ মিনিট। এমন সময় সরকারি কলেজে ভোট দিতে গিয়ে উপস্থিত হন বাংলাদেশ আওয়ামীলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও নেত্রকোনা-৩ আসনের আওয়ামীলীগ প্রার্থী অসীম কুমার উকিল।

এ সময় তার সঙ্গে ছিলেন, কেন্দুয়া পৌর মেয়র মো: আসাদুল হক ভূঞা, ও তার বড়ভাই অসীত কুমার উকিল । কলেজ গেইট প্রাঙ্গণ থেকে তাকে বরণ করেন সরকারি কলেজের অধ্যক্ষ উত্তম কুমার কর।

এসময় উপস্থিত ছিলেন, কেন্দুয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি সমকাল সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা, সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ টুডে পত্রিকার কেন্দুয়া প্রতিনিধি মাঈন উদ্দিন সরকার রয়েল ও আরটিবি কেন্দুয়া অঞ্চলের প্রতিনিধি আলীমুল রাজি গজনবী বিপ্লব সহ অন্যান্যরা।

ঠিক ৮টার সময় ব্যালট পেপার হাতে নিয়ে বুথখানায় ঢুকেন। ব্যালট পেপারে নিজ প্রতীকে সীল মেরে ব্যালট বক্সে ফেলার সময় সকলকে শুভেচ্ছা জানান ঠ চিহ্ন দেখিয়ে। এসময় তার বাম হাতে অমুছনীয় কালী ব্যবহার করতে বলেন। অসীম উকিল তার প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, একটি সুষ্ঠু নির্বাচন হোক এটা আমি চাই, আমার নেত্রীও চান। পরে উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, নৌকারই বিজয় হবে। এরপর চলে যান তিনি আটপাড়া উপজেলায়।

(এসবি/এসপি/ডিসেম্বর ৩০, ২০১৮)