ভোলা প্রতিনিধি : ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ভোলা সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে একটি ফিশিং বোট ডুবির খবর পাওয়া গেছে।

এতে ওই বোটে থাকা ১৮ জেলের ৭ জনকে উদ্ধার করার খবর পেলেও বাকি ১১ জেলে নিখোঁজ রয়েছেন।

রবিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন দৌলতখাত থানার ওসি মীর খায়রুল কবির জানান, দুই দিন আগে দৌলতখানের চৌধুরী মোল্লার একটি ফিশিং বোট নিয়ে ১৮ জেলে মাছ শিকারে গভীর বঙ্গোপসাগরে যায়। রবিবার সন্ধ্যায় হঠাৎ ঘূর্ণিঝড়ের কবলে পড়ে এটি ডুবে যায়।

এতে ৭ জেলেকে অন্য ট্রলারের সহায়তায় উদ্ধার করে তীরে নিয়ে আসা হচ্ছে। তবে বাকিরা নিখোঁজ রয়েছেন।

দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান জানান, এ রকম ঘটনার কথা শুনেছেন। খোঁজ নিয়ে দেখছেন।

(ওএস/অ/জুলাই ২০, ২০১৪)