নীলফামারী প্রতিনিধি : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারীর চারটি আসনে মহাজোটের চারজন প্রার্থী বিজয়ী হয়েছেন।

তাদের মধ্যে নৌকা প্রতীক নিয়ে দুইজন ও লাঙ্গল প্রতীক নিয়ে দুই জন।

রবিবার(৩০ ডিসেম্বর)ভোট গননা শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নাজিয়া শিরিন বেসরকারী ভাবে এই চারজনের ফলাফল ঘোষনা করেন।

নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন আফতাব উদ্দিন সরকার। তিনি মোট ভোট পেয়েছেন ১ লাখ ৮৮ হাজার ৭৮৪। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্টের ধানের শীষ প্রতীকের প্রার্থী রফিকুল ইসলাম চৌধুরী পেয়েছেন ৮৮ হাজার ৭৯১ ভোট।

নীলফামারী-২ (সদর) আসনে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন মহাজোটের প্রার্থী আসাদুজ্জামান নুর। তিনি ভোট পেয়েছেন ১লাখ ৭৮ হাজার ৩০। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্টের ধানের শীষের প্রার্থী মনিরুজ্জামান মন্টু ভোট পেয়েছেন ৮০ হাজার ২৮৩ ভোট।

নীলফামারী-৩ (জলঢাকা) আসনে লাঙ্গল প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন মহাজোটের প্রার্থী মেজর (অবঃ) রানা মোহাম্মদ সোহেল। তিনি ভোট পেয়েছেন ১ লাখ ৩৭ হাজার ২২৪। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্টের ধানের শীষের প্রার্থী আজিজুল ইসলাম পেয়েছেন ৪৪হাজার ৯৩ ভোট।

নীলফামারী-৪ (সৈয়দপুর ও কিশোরীগঞ্জ) আসনে বিজয়ী হয়েছেন মহাজোটের লাঙ্গল প্রতীকের প্রার্থী আহসান আদেলুর রহমান। তিনি ভোট পেয়েছেন ২লাখ ৩৬ হাজার ৯৩০ । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের সহিদুল ইসলাম হাতপাখা প্রতীকে পেয়েছেন ২৭হাজার ২৯৪ ভোট।

(এস/এসপি/ডিসেম্বর ৩১, ২০১৮)