গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার ৪টি সংসদীয় আসনে কয়েকটি কেন্দ্রে উৎসব মুখর পরিবেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

গাইবান্ধা জেলার ৪ টি সংসদীয় আসনে ৪শ ৭৩টি ভোট কেন্দ্রে ১৩ লক্ষ ৬৭ হাজার ৪শ ৪৫ জন নারী পুরুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

গাইবান্ধার ৪টি আসনের প্রাপ্ত ফলাফলে মহাজোটের প্রার্থীরা ব্যাপক ভোটে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।

তারা হলেন,গাইবান্ধা ১ সুন্দরগঞ্জ আসনে মহাজোট প্রার্থী ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী (লাঙ্গল) ১ লাখ ৯৭ হাজার ৫৮৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।মাজেদুর রহমান (ধানের শীষ) পেয়েছেন ৬৫ হাজার ১৭৩ ভোট।

গাইবান্ধা - ২ সদর আসনে মাহাবুব আরা বেগম গিনি- (নৌকা)১ লাখ ৮৯ হাজার ৬১৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। আব্দুর রশিদ সরকার (ধানের শীষ) পেয়েছেন ৬৮ হাজার ৬৭০ ভোট।

গাইবান্ধা ৪ গোবিন্দগঞ্জ আসনে প্রকৌশলী আলহাজ্ব মনোয়ার হোসেন চৌধুরী (নৌকা) ৩ লাখ ৮৬০ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দী প্রার্থী কাজী মশিউর রহমান (লাঙ্গল) পেয়েছেন ৫ হাজার ৭১৭ ভোট।

গাইবান্ধা ৫ (সাঘাটা- ফুলছড়ি) আসনে ২ লাখ ৪৬ হাজার ৮৬৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন এ্যাড,ফজলে রাব্বি মিয়া। ফারুক আলম(ধানের শীষ) পেয়েছেন ১৩ হাজার ৬৬৯ ভোট।
উল্লেখ্য,গাইবান্ধা ৩ পলাশবাড়ী- সাদুল্লাপুর আসনে ধানের শীষের প্রার্থী ড: টিআইএম ফজলে রাব্বী চৌধুরীর মৃত্যু হওয়ায় ওই আসনে আগামী ২৭ জানুয়ারী ভোট গ্রহনের কথা রয়েছে।

(এসআইআর/এসপি/ডিসেম্বর ৩১, ২০১৮)