স্টাফ রিপোর্টার : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে ফলাফলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে। সঙ্গে সঙ্গে এই আসনে নির্বাচিত এমপি রাশেদ খান মেননের শপথ ও প্রজ্ঞাপনের স্থগিতাদেশ চাওয়া হয়েছে রিটে।

মঙ্গলবার আইনজীবী ইউনুছ আলী আকন্দ এই রিট করেন। রিট নম্বর-২। রিটে পাঁচজনকে বিবাদী করা হয়েছে। তারা হলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা, আইন সচিব, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, ঢাকা বিভাগের রিটার্নিং অফিসার এবং নির্বাচিত এমপি রাশেদ খান মেনন।

(ওএস/এসপি/জানুয়ারি ০১, ২০১৯)