মাদারীপুর প্রতিনিধি : উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে মাদারীপুরের চারটি উপজেলায় বই উৎসব পালন করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে মাদারীপুর জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুল ইসলাম মাদারীপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরনী অনুষ্ঠানে যোগদান করেন এবং বই বিতরণ করেন।

এদিকে রাজৈর উপজেলার সরকারি রাজৈর গোপালগঞ্জ কে,জে,এস পাইলট মডেল ইনস্টিটিউশন মাঠে বই উৎসবের শুভ উদ্বোধন করেন, রাজৈর উপজেলার চেয়্যারম্যান শাজাহান খান।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহানা নাসরিন।এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিতা ক্দ্দুুস, রাজৈর পৌর মেয়র শামিম নেওয়াজ মুন্সি, রাজৈর উপজেলা শিক্ষা কর্মকর্তা ননিগোপাল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলিক কুমার ধর।

এ ছাড়াও রাজৈর বালিকা উচ্চ বিদ্যালয়ের পৃথক একটি বই বিতরনী অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পৌর মেয়র শামীম নেওয়াজ মুন্সির সভাপতিত্বে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনীন্দ্রনাথ বাড়ৈ ও উপর্যুক্ত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।নতুন বছরের প্রথম দিন নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীরা ব্যাপক আনন্দ উল্লাস করে।বর্ণিল সাজে সাজানো হয়েছে বিদ্যালয় গুলো।

(এমআরএস/এসপি/জানুয়ারি ০১, ২০১৯)