দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর দুমকিতে সরকারী উদ্যোগে বছরের প্রথম দিনে মঙ্গলবার মাধ্যমিক ও প্রাথমিক স্তরের সকল শিক্ষার্থীদের হাতে বিনেমূল্যে নূতন পাঠ্যবই তুলে দেয়া হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার দুমকি একে মডেল মাধ্যমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিক ভাবে পাঠ্য বই বিতরণ করা হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে নূতন পাঠ্য বই তুলে দেন। দুমকি একে মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আলমগীর হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম সাইফুল আলম, দুমকি ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. মো. সাইদুর রহমান, দুমকি এনকে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মাকসুদুর রহমান, ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত মসজিদ ভিত্তিক পাঠাগারের উপজেলা সমন্বয়ক মো: গোলাম মোস্তফাসহ উভয় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

একই দিনে উপজেলার ২৩টি মাধ্যমিক বিদ্যালয়, ৫৮টি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ২৩টি মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে নূতন পাঠ্যবই বিতরণ করা হয়েছে।

(এস/এসপি/জানুয়ারি ০১, ২০১৯)