ময়মনসিংহ প্রতিনিধি : জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ বলেছেন, খাদ্যদ্রব্যে ভেজাল মিশানো হচ্ছে। ফলে দেশের জনগণ হয়রানির শিকার হচ্ছেন। সরকার সারা দেশে ভেজাল প্রতিরোধে অভিযান অব্যাহত রেখেছে। প্রশাসনের পাশাপাশি ভেজাল প্রতিরোধে সবাই মিলে ঐক্য গড়ে তুলুন।

তিনি মাদকসহ ভেজালের বিরুদ্ধে প্রশাসনের কর্মকর্তাদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পরামর্শ দেন এবং বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

রোববার সন্ধ্যায় ময়মনসিংহ জেলার রাজনৈতিক নেতারা, সরকারি কর্মকর্তা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সম্মানে জেলা প্রশাসকের বাসভবনে আয়োজিত ইফতার পার্টিতে প্রধান অতিথির বক্তব্যে রওশন এরশাদ এসব কথা বলেন।

ময়মনসিংহ জেলা প্রশাসক মুস্তাকিম বিল্লাহ ফারুকীর সভাপতিত্বে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান এতে বক্তব্য রাখেন। এ সময় ময়মনসিংহের সংসদ সদস্যরা, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভিসি, রাজনৈতিক নেতারা, সাংবাদিক, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

(ওএস/এস/জুলাই ২১, ২০১৪)