মাগুরা প্রতিনিধি : মাগুরায়  শিক্ষার মান বাড়াতে মুক্তিমঞ্চ একাডেমীর যাত্রা শুরু হয়েছে ।

মাগুরা সদরের আবালপুর গ্রামে বুধবার মুক্তিমঞ্চ ফাউন্ডেশনের আয়োজনে ফাউন্ডেশনের সভাপতি শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, মুক্তিমঞ্চ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান আমির হোসেন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম প্রমুখ।

মুক্তিমঞ্চ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী প্রফেসর মোহাম্মদ আব্দুর রউফ গুল্লু বিশ্বাস বলেন, আমরা শিক্ষার মান বাড়াতে শিশুদের বিনামূল্যে বই, পোশাক ও শিক্ষা প্রদানের কাজ শুরু করেছি । প্রথমে নিজ গ্রাম আবালপুরের অর্ধশতাধিক গরিব-অসহায় শিশুরা এ একাডেমীতে শিক্ষালাভ করবে । আমরা ইতিমধ্যে মাগুরায় বেকার যুবকদের শিক্ষিত করে গড়ে তুলতে বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডে কম্পিউটার ও গার্মেন্টস কোর্স চালুর আবেদন করেছি। সেটির বাস্তবায়ন হলে আমরা অনেক অগ্রসর হব ।

(টি/এসপি/জানুয়ারি ০২, ২০১৯)