অতীত

প্রকৃতির নিয়মে পেছনে ধাবমান প্রতিটি সকাল।
গোধুলীর আধারে হাড়ায় বছরের সব গুলো দিন,মাস বছর-কাল-
ভাবনার কড়িডোরে রেখে যায় অসংখ্য ঘটনার স্মৃিত।
মনের পড়ে সেই ফেলে আসা অতীত।
আর ফিরিবে না ফেলে আসা দিন-
তোমার পরশ মাখা হাত ছানী
অমলিন চাহনী-
দিগন্ত জুড়ে হাজারো ভাবনার বিষন্নতা-
মিলে যায় অতীত সব ভাবনা।
দ্রুত বেগে ধায় কর্মের সব প্রাপ্তীর প্রত্যাশা।
সম্মুখে আলোর আভা নিলীমার অবারিত দিগন্ত-
হঠাৎ মনে পড়ে,কবে কখন মিলেছি সকলে
নিঃশেষ হয়েছি আমি ভাবী মনে মনে-
হঠাৎ আলোর পরশ নববর্ষেয় নবান্নে
উৎনব মুখরতায় মিলি আজ সকলে-
শুব নববর্ষে ।