মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর মির্জাগঞ্জে বিরোধীয় জমির ধান কাটাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ ৬ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ বুধবার দুপুরে উপজেলার মজিদবাড়িয়া ইউনিয়নের সুলতানাবাদ গ্রামে।

আহতরা হচ্ছে-মোঃ সেকান্দার ঘরামী(৬৫),মোঃ মোস্তফা ঘরামী(৪৫),মোঃ রাসেল ঘরামী(২৫), নুরজাহান বেগম(৫০),আলেয়া বেগম(৪০) ও মোঃ অলি ঘরামী(২০)। তাদেরকে মির্জাগঞ্জ উপজেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত ও স্থানীয় সূত্রে জানা যায়,উপজেলার মজিদবাড়িয়া ইউনিয়নের সুলতানাবাদ গ্রামের মোঃ সেকান্দার ঘরামীর সাথে আপন চাচাতো ভাই মোঃ মোশারফ হোসেন মাষ্টারের সাথে দীর্ঘদিন ধরে জমির ভাগ-বাটোয়ারা নিয়ে বিরোধ চলে আসছিল। বুধবার সকালে মোঃ মোশারফ হোসেনের ভাই অলি ঘরামী লোকজন নিয়ে ওই বিরোধীয় জমিতে ধান কেটে বাড়িতে ফেরার সময়ে প্রতিপক্ষ সেকান্দার ঘরামীর লোকজন বাধাঁ দেয়। এ সময়ে দু’পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধঁলে এতে মহিলাসহ ৬ জন আহত হয়েছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মির্জাগঞ্জ হাসপাতালে ভর্তি করেন।

(ইউজি/এসপি/জানুয়ারি ০২, ২০১৯)