সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোনা) : বাংলাদেশ আওয়ামীলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও নেত্রকোনা-৩ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য অসীম কুমার উকিল প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করে নির্বাচনী এলাকার লাখো লাখো মানুষের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান।

মঙ্গলবার রাতে গণভবনে গিয়ে বঙ্গবন্ধু কণ্যা বাংলাদেশ আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনাকে এ অভিনন্দন জানান তিনি। অ

সীম কুমার উকিল একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন পাওয়ার পর আটপাড়া কেন্দুয়া নির্বাচনী এলাকায় দেড় শতাধিক পথসভা ও বিশাল দুটি জনসভা করেছেন।

এতে প্রধান অতিথির বক্তব্য তিনি প্রতিটি সভাতেই দৃঢ়তার সঙ্গে বলেছেন, বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনা একজন সৎ আদর্শ এবং কর্মঠ প্রধানমন্ত্রী। তাছাড়া তিনি একজন রত্নগর্ভা মা। ভারতের নোবেল বিজয়ী অমর্ত্য সেন একরকম শেখ হাসিনার কর্মীর মতোই বিশ্বের বিভিন্ন রাষ্ট্র প্রধানদের এক বাক্যে বলে দেন, দেশের উন্নয়ন ও সুষ্ঠু পরিচালনা কিভাবে করতে হয় তা জানতে এবং বুঝতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যেতে হবে।

অসীম উকিল প্রতিটি সভায় আরো বলেন, সারা বিশ্বে শেখ হাসিনার ইমেজ অনেক ভালো। তার সালাম দিয়ে নৌকা মার্কায় একটি ভোট চাইলে কেউ খালি হাতে ফেরত দেবেনা। উন্নয়নের মহাসড়কে বাংলাদেশকে এগিয়ে নিতে শেখ হাসিনা অনেক গুরুত্বপূর্ণ রাষ্ট্র নায়ক হিসেবে অবদান রাখছেন। তার নেতৃত্বেই ক্ষুধা, দারিদ্র, জঙ্গি ও মাদকমুক্ত একটি সুন্দর বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তরুণ সমাজ আজ শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ, এজন্য তরুণ সমাজের প্রথম ভোট পড়েছে নৌকায়। অসীম উকিল প্রতিটি সভায় আরো বলেন, যতদিন শেখ হাসিনার হাতে থাকবে দেশ ততদিন নিরাপদে বাংলাদেশ।

নির্বাচিত হওয়ার পর অসীম উকিল বলেন, আমার ঠিকানা শেখ হাসিনাকেই কেন্দুয়া-আটপাড়া উপজেলাবাসীর পক্ষ থেকে ইংরেজী নববর্ষের প্রথমদিন ফুলেল শুভেচ্ছা জানিয়েছি, সেই সঙ্গে আগামী দিনের পথচলার জন্য তার দোয়া ও আশির্বাদ চেয়েছি।

(এসবি/এসপি/জানুয়ারি ০২, ২০১৯)