স্টাফ রিপোর্টার : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংসদের হাতে বিচারকদের অভিশংসনের (অপসারণ) ক্ষমতা দেওয়ার মাধ্যমে আওয়ামী লীগ আবার একদলীয় শাসনে ফেরার চেষ্টা করছে।

রোববার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বাংলাদেশ ছাত্র ফোরাম ও উত্তরাঞ্চল ছাত্র ফোরাম আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দলীয় সরকারের অধীনে নির্বাচন করেছে। এর মাধ্যমে ৫ জানুয়ারির নির্বাচন প্রহসনে পরিণত হয়েছে।’

তিনি বলেন, ‘যে সংসদে ১৫৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে তা জনপ্রতিনিধিত্বশীল নয়। এই সংসদ বিচারপতিদের অভিশংসনের মত আইন পাস করতে পারে না।’

আওয়ামী লীগ একদলীয় শাসনে বিশ্বাস করে-উল্লেখ করে মির্জা ফখরুল বলেন,’৭২ থেকে ৭৫ সালের দিকে তাকালে দেখা যায়, তারা বলেছিলেন, এক নেতার এক দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ। আজকে ভিন্ন আঙ্গিকে একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে চায়।’

আন্দোলনের সম্পর্কে তিনি বলেন, ‘চুপ করে থাকার কোনো কারণ নেই। আন্দোলন শুরু হয়েছে। এ আন্দোলনকে সামনের দিকে এগিয়ে নিতে হবে।’

উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘শক্তিশালী আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদী সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনে বাধ্য করা হবে।’

উত্তরাঞ্চল ছাত্র ফোরামের আহ্বায়ক শফিকুল ইসলামের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইকবাল হাসান মাহমুদ টুকু, বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, ঢাকা মহানগীর নবনির্বাচিত সদস্যসচিব হাবীব উন নবী খান সোহেল, কন্ঠশিল্পী বেবী নাজনীন প্রমুখ।

(ওএস/এস/জুলাই ২১, ২০১৪)