স্পোর্টস ডেস্ক : সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন গত বছরের জুনে। প্রায় দেড় বছরেরও বেশি সময় পর মাঠে নামলেন কিউই অলরাউন্ডার জেমস নিশাম। আর প্রত্যাবর্তন ম্যাচটিকে স্মরণীয় করে রাখতে কিনা তিনি টার্গেট করলেন থিসারা পেরেরাকে!

মাউন্ট মুঙ্গানুইতে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে ১৩ বলে হার না মানা ৪৭ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেছেন নিশাম। যে ইনিংসের পথে লঙ্কান পেসার থিসারা পেরেরাকে এক ওভারেই ৫টি ছক্কা হাঁকান কিউই এই অলরাউন্ডার।

ইনিংসের ৪৯তম ওভারের ঘটনা। প্রথম বলটি স্লটে পেয়ে ছক্কা হাঁকান নিশাম। দ্বিতীয় বলটি ঠিক একইরকম ছিল, পরিণতিও সেই একই। তৃতীয় বলটি ছিল ফুলার লেন্থের, এবার সেটিকে বোলারের মাথার উপর দিয়ে ছক্কা বানান নিশাম।

চতুর্থ বলটি অফসাইডে ফুলটস হয়ে যায় থিসারার। এবারও ছক্কা। পঞ্চম বলে এসে নিয়ন্ত্রণ হারিয়ে 'নো' দিয়ে বসেন থিসারা। কোমড়ের উপরে উঠা সেই বলটিতে ২ রান নেন নিশাম। ফ্রি-হিটে আবারও ছক্কা।

মনে হচ্ছিল, এক ওভারে ছয় ছক্কাও হয়ে যাবে। এ সময় লাসিথ মালিঙ্গা দৌঁড়ে এসে অনেকটা সময় কথা বলেন থিসারার সঙ্গে। ষষ্ঠ বলটিও সজোরে হাঁকিয়েছিলেন নিশাম। তবে সেটা ভালোভাবে ব্যাটে বলে না হওয়ায় মিডউইকেটে চলে যায়। আসে মাত্র ১ রান। সবমিলিয়ে থিসারার এক ওভারেই আসে ৩৪ রান!

(ওএস/এসপি/জানুয়ারি ০৩, ২০১৯)