সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোনা) : নেত্রকোনার কেন্দুয়ায় বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় (এডিপি) ও উপজেলা উন্নয়ন তহবিলের আওতায় প্রকল্পের কাজ বাস্তবায়নে লটারির মাধ্যমে ঠিকাদার নির্বাচিত করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ লটারী অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান রুহুল ইসলাম জনপ্রতিনিধি, সাংবাদিক ও ঠিকাদারগণের উপস্থিতিতে ঘোষনা দিয়ে বলেন, কাজের মান খারাপ হলে সে ক্ষেত্রে কাওকেই বিল দেয়া হবে না। ঠিকাদারী কাজের ক্ষেত্রে দলীয় কোন পরিচয়ও বিবেচনা করা হবেনা বলে সাফ সাফ জানিয়ে দেন তিনি। ইতিমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দূর্ণীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করায় তাকেই অনুসরন করেই এ পদক্ষেপ।

২০১৮-১৯ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় (এডিপি) ১৩টি প্যাকেজে ৬৬ লাখ এবং উপজেলা উন্নয়ন তহবিলের আওতায় ১৭টি প্যাকেজে ৫৯ লাখ টাকা সহ ১ কোটি ৩৫ লাখ টাকা ব্যায়ে উপজেলার বিভিন্ন স্থানে নলকূপ, ইউড্রেন, সেনেটারী ল্যাট্রিন, রিং পাইপ, গ্রামীন রাস্তা উন্নয়ন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন করা হবে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী আল-আমিন সরকার জানান, দুটি গ্রুপে ২ হাজার ৫৯৯টি দরপত্র জমা পরেছে। এতে লটারীর মাধ্যমে ৩০ জন ঠিকাদার নির্বাচিত হয়েছেন। এরমধ্যে কেউ কেউ একাধিক কাজ পেয়েছেন।

কাজের গুণগত মান উন্নয়নের ক্ষেত্রে কোন প্রকার ছাড় দেয়া হবে বলে জানান তিনি।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: মোফাজ্জল হোসেন ভূঞা, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা রোজি, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা প্রমুখ।

(এসবি/এসপি/জানুয়ারি ০৩, ২০১৯)