চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মুক্তারপুর গ্রামে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে শীর্ষ মাদকব্যবসায়ী আব্দুল বারেক (৪০) নিহত হয়েছে। বৃহস্পতিবার দিনগত রাত আড়াইটার দিকে মুক্তারপুর গ্রামের নলডাঙ্গা মাঠে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত আব্দুল বারেক দামুড়হুদার কার্পাসডাঙ্গা গ্রামের মিশনপাড়ার মৃত আব্দুল গনির ছেলে।

দামুড়হুদা থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকুমার বিশ্বাস জানান, আব্দুল বারেক দির্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত। মাদকবিরোধী অভিযান চালিয়ে গতরাতে পুলিশ তাকে আটক করে। তাকে থানায় নিয়ে আসার পথে মুক্তারপুর গ্রামের কাছে পৌছুলে মুক্তারপুর ভুট্টাক্ষেতে আগে থেকে ওৎ পেতে থাকা বারেকের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। পালিয়ে যাওয়ার সময় সন্ত্রাসীদের গুলিতে আব্দুল বারেক আহত হয়।

এসময় চার পুলিশ সদস্যও সামান্য আহত হয়। ঘটনাস্থল থেকে পুলিশ একটি পাইপগান, দু’ রাউন্ড গুলি, দুটি রামদা, একবস্তা ফেনসিডিল তিন জোড়া স্যান্ডেল উদ্ধার করেছে।

আহত আব্দুল বারেককে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আব্দুল বারেক দামুড়হুদা থানার শীর্ষ মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে দামুড়হুদা থানাসহ বিভিন্ন থানায় ১৫টি মামলা রয়েছে বলেও জানান তিনি।

(টিটি/এসপি/জানুয়ারি ০৪, ২০১৯)