আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ার সেনাবাহিনী বলেছে, তারা দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সীমান্তের কাছে অভিযান চালিয়ে উগ্র তাকফিরি গোষ্ঠী বোকো হারামের ২৯০ সন্ত্রাসীকে হত্যা করেছে।

নাইজেরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল (বুধবার) এক বিবৃতিতে জানিয়েছে, গত ২৮ ডিসেম্বর লেক চাদ দ্বীপে এবং কোমাদোগু ইয়োব নদীর আশপাশে বোকো হারাম গোষ্ঠীর ওপর বিমান হামলা চালিয়ে ২০০ সন্ত্রাসীকে হত্যা করেছে। এছাড়া, বাকি ৮৭ সন্ত্রাসী সেনাবাহিনীর স্থল অভিযানে নিহত হয়েছে।

লেক চাদ এমন একটি কৌশলগত এলাকা যেখানে চাদ, ক্যামেরুন, নাইজেরিয়া এবং নাইজার-এই চারটি দেশের সীমান্ত একত্রে মিলিত হয়েছে। কোমাদোগু ইয়োব নদীকে নাইজার ও নাইজেরিয়ার কাছে জাতীয় সীমানা হিসেবে গণ্য করা হয়। নাইজেরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযানে কোনো সেনা নিহত হয় নি। এমনকি কোনো সামরিক সরঞ্জামেরও ক্ষয়ক্ষতি হয় নি। এ সময় সন্ত্রাসীদের কাছ থেকে বিপুল অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে সামরিক বাহিনী জানিয়েছে।

(ওএস/এসপি/জানুয়ারি ০৪, ২০১৯)