শেখ আহসানুল করিম, বাগেরহাট : বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বেমরতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ জহিরুল ইসলাম মিঠুর উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। 

শুক্রবার দুপুরে বেমরতা ইউনিয়নের মাদ্রাসা বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আওয়ামী লীগ নেতার উপর হামলার ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আহত মিঠুকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মুখে ৪টি সেলাই দেয়া হয়েছে। ঘটনার পর বাগেরহাট মডেল থানায় একটি অভিযোগ দিয়েছেন আহত আওয়ামী লীগ নেতা মিঠু। অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শণ করেছে মডেল থানা পুলিশ।

বাগেরহাট হাসপাতালে চিৎকিসাধীন আহত আওয়ামী লীগ বলেন, বাগেরহাট শহরের বাসা থেকে নিজ ডেইরি ফার্মে যাওয়ার সময় দুপুরে বেমরতা ইউনিয়নের মাদ্রাসা বাজার এলাকায় রফিকের দোকানের সামনে পৌছালে কিছু বুঝে ওঠার আগেই ৯নং ওয়ার্ড বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক বাহার শিকদার, দুলাল শেখ, ইলয়াস শেখসহ কয়েকজন সন্ত্রাসী আমার উপর হামলা চালায়। পরে আমার ডাক চিৎকারে বাজারের লোকজন ছুটে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে আমাকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করে। রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে তার উপর এ হামলা করা হয়েছে বলে জানান তিনি।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহতাব উদ্দিন বলেন, অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

(এসএকে/এসপি/জানুয়ারি ০৪, ২০১৯)