মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের কালকিনিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে গত মঙ্গলবার প্রতিপক্ষের হামলায় মহিলাসহ ৬ জন আহতর ঘটনা ঘটেছে। আহতদের মধ্য ৪ জনকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতদেরকে প্রতিপক্ষের লোকজন হাসপাতাল ছারার হুমকি প্রদান করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ সূত্রে জানাযায়, উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের চরফতে বাহাদুর গ্রামের মোতালেব বেপারীর সঙ্গে বাড়ির জমি নিয়ে একই এলাকার শহিদুল বেপারীর বিরোধ চলে আসছিল। এর জের ধরে চুন্নু বেপারীর নেতৃত্বে শহিদুল বেপারী, জান্নাত বেপারী, ছাইদুল বেপারী, আজিজুল, মফিজ, আছিফসহ বেশ কয়েকজন মিলে মোতালেব বেপারীর লোকজনের উপর অতর্কিত হামলা চালায়। এতে ফয়সাল বেপারী, শাহিনা বেগম, জাহানারা বেগম, রিজিয়া বেগম গুরুতর আহত হলে তাদের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে প্রতিপক্ষের লোকজন আহতদের হাসপাতাল ছারার হুমকি প্রদান করে আসছেন।

ভুক্তভোগী মোতাব বেপারী বলেন, আমার লোকজনের উপর অতর্কিত ভাবে হামলা চালিয়েছে এখন আহতদের হাসপাতাল ছাড়াতে ও থানায় অভিযোগ না করার জন্য বিভিন্ন ভাবে হুমকি প্রদান করছে বলে আমরা আতঙ্কিত হয়ে পরেছি।

(এসআরএস/এসপি/জানুয়ারি ০৫, ২০১৯)