নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচরে গণধর্ষণের শিকার নারীকে দেখে গেলেন ঐক্যফ্রন্ট নেতারা। শনিবার দুপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ঐক্যফ্রন্ট নেতারা নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ভুক্তভোগী ওই নারীর সাথে দেখা করেন। এ সময় তারা পরিবারের সদস্যদেরকে শান্তনা দেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।

পরে মির্জা ফখরুল ইসলাম সাংবাদিকদেরকে বলেন, ‘চক্রান্ত এবং ষড়যন্ত্রের মধ্য দিয়ে নির্বাচনের যে নিষ্ঠুর তামাশা অনুষ্ঠিত হয়েছে এতে সমগ্র জাতি তাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে, তারা প্রতারিত হয়েছে।

সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে গণশত্রুতে পরিণত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘নির্বাচনের পূর্বে, নির্বাচনের দিন এবং নির্বাচনের পরবর্তীতে সহিংসতায় অসংখ্য মানুষ আহত হয়েছে, পঙ্গু হয়েছ। এমনকি আমার বোন নোয়াখালীতে ধর্ষন পর্যন্ত হয়েছে। চার সন্তানের মা। আমরা ধিক্কার জানাচ্ছি, তিব্র নিন্দা জানাচ্ছি এবং জনগণের কাছে বিচার দিচ্ছি।’

মির্জা ফখরুল আরো বলেন, ‘আমরা মনে করি আওয়ামীলীগের জনগণের বিরুদ্ধে অবস্থান গ্রহণ বাংলাদেশের রাজনীতিতে একটা দীর্ঘস্থায়ী ক্ষত সৃষ্টি করলো। একটা অন্ধকার যুগে প্রবেশ করলো।’

এ সময় জেএসডি সভাপতি আ.স.ম আবদুর রব, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী, বিএনপির সহ সভাপতি মো: শাহজাহান, বরকত উল্লা ভুলু, চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক, যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন এবং পাপিয়া উপস্থিত ছিলেন।

(আইইউএস/এসপি/জানুয়ারি ০৫, ২০১৯)