বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের শ্রমিকলীগের সভাপতি পশুপতি দাস (৫০) সন্ত্রাসী হামলায় আহত হয়েছে। 

শনিবার দুপুরে খানপুর ইউনিয়নের রনজিতপুর গ্রামে পশুপতি দাসের বাড়ী পার্শ্ববর্তী বাগানে এ ঘটনা ঘটে।

ঘটনার পর আহত অবস্থায় পশুপতি দাসকে তার পরিবারের লোকজন উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল ভর্তি করেছেন। তার শরীরের একাধিকস্থনে ধাড়ালো অস্ত্রের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন চিৎকিসকরা। আহত পশুপতি দাস রনজিতপুর গ্রামের মৃত মনরঞ্জন দাসের ছেলে।

হাসপাতালে চিৎকিসাধীন পশুপতি দাস বলেন, নির্বাচনে আ’লীগ প্রার্থীর পক্ষে কাজ করায় প্রতিপক্ষ বিএনপি কর্মী সঞ্জয় দাস, সুভেন্দু দাস ও সর্বজিত পালসহ অজ্ঞাত লোকজন আমাকে বাড়ী থেকে ডেকে নিয়ে আমার উপর হামলা চালায়। সন্ত্রাসীরা ধাড়ালো দা দিয়ে আমার পায়ে ও পিঠে একাধিকস্থানে কোপ দেয়। এসময় আমার ডাক চিৎকারে আমার পরিবার ও আশপাশের লোকজন ছুটে আসলে সন্ত্রাসী পালিয়ে যায়।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন বলেন, শ্রমিকলীগ নেতার উপর হামলার ঘটনা জেনেছি। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

(এসএকে/এসপি/জানুয়ারি ০৫, ২০১৯)