সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার সুলতানপুরে ওয়ান ব্যাংকে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন নিভানোর চেষ্টার সময় গুরুতর আহত হন দুইজন।

রবিবার রাত সোয়া ৮টায় মেহেদী সুপার মার্কেটের দোতলায় ওয়ান ব্যাংকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার ব্রিগেডের সদস্যরা।

ওয়ান ব্যাংক ব্যবস্থাপক রুমেন ফরিদ জানান, আগুনে ব্যাংকের অভ্যন্তরের সব মূল্যবান কাগজপত্র ও কম্পিউটারসহ যাবতীয় সরঞ্জাম পুড়ে ভস্মীভূত হয়েছে। ভল্টের ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

আগুন লাগার সাথে সাথে ব্যাংকের দুই কর্মচারী মুকুল ও লিটন নিভানোর চেষ্টার সময় গুরুতর আহত হন। তাদেরকে সাতক্ষীরা হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ফায়ার ব্রিগেডের একটি দল দ্রুত ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে।

পাঁচতলা এই ভবনের দোতলায় ওয়ান ব্যাংক ও তিনতলায় কৃষি ব্যাংকের আঞ্চলিক অফিস। এর নিচতলায় রয়েছে কাপড়ের।

(আরকে/এইচআর/জুলাই ২১, ২০১৪)