নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় গণপিটুনিতে সাত্তার মিয়া (২৫) নামে এক ডাকাত নিহত হয়েছেন।

রবিবার দিনগত রাত সোয়া ৩টার দিকে উপজেলার দাউদপুর ইউনিয়নের কালনি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাত্তার মিয়া উপজেলা সদরের লাল মিয়ার ছেলে।

রূপগঞ্জ থানার এসআই হাফিজুর রহমান জানান, শেষরাতে কালনী এলাকার ব্যবসায়ী হাবিবুর রহমানের বাড়িতে একদল ডাকাত হানা দেয়। এসময় বাড়ির লোকজন চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে ডাকাতদের ধাওয়া করে।

একপর্যায়ে সাত্তার নামে এক ডাকাত সদস্যকে আটক করে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এসময় তার সঙ্গীরা পালিয়ে যেতে সক্ষম হয়।

এসআই আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

(ওএস/এইচআর/জুলাই ২১, ২০১৪)