ক্ষণিকের তরে

ক্ষণিকের তরে
ধ্যানাসনে বসো
দু’হাত তোলে ডাকো তোমার ¯্রষ্টাকে
ছেড়ে দাও জগৎ সংসার
ছেড়ে দাও যত মিছে ভাবনা
ভূলে যাও যত যাতনা
হয়তো পাবে তাঁর করুণা
পাবে তাঁর ভালবাসা
পাবে এ সংসারে তোমার
সুখ পাখি রঞ্জনা
ক্ষমা চাও তাঁর অদৃশ্য পায়ে পড়ে
পায়ের ধুলা মাথায় তুলে নাও
সারা বেলা মুখে মুখে
অন্তরে অন্তরে
জপমালা গাও ॥