আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : অবশেষে রবিবার দুপুরে আগৈলঝাড়ার বিক্ষুব্ধ কৃষকেরা তাদের মরন ফাঁদ রাজিহার খালের মুখের সেই বাঁধ কেটে দিয়েছে। 

চলতি মৌসুমের বোরো আবাদ ব্যহত করে বরিশাল সড়ক ও জনপথ বিভাগের উন্নয়ন কাজের জন্য উপজেলার রাজিহার খালের মুখে আঁধ দেয়ার কারণে রাজিহার ইউনিয়ন, বাকাল ও গৈলা ইউনিয়নের একটি অংশের কয়েক হাজার চাষিরা পানির অভাবে তাদের বোরো ক্ষেতে চাষ করতে পারছিল না। যারা জমিতে বোরো চারা রোপন করেছেন, তাদের রোপিত চারাও পানির অভাবে অনেক মরে গেছে। চাষিরা পানির জন্য উপজেলা প্রশাসনের কাছে হাহাকার করে আসছিল।

উপজেলা নির্বাহী কর্মকর্ত বিপুল চন্দ্র দাস বরিশাল জেলা প্রশাসক ও সওজ নির্বাহী প্রকৌশলীর মাধ্যমে উন্নয়ন কাজের ঠিকাদারকে বারবার বাঁধ কাটার তাগিদ দেয়ার পরেও তারা ওই বাঁধ অপসারণ না করায় গতকাল রবিবার দুপুরে ভুক্তভোগী বিক্ষুব্ধ চাষিরা একত্রিত হয়ে খালের বাঁধ কেটে দিয়েছে।

বাঁধ কাটার মধ্যেই সেখানে উপস্থিত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস, উপজেলা আওয়ামীলীগ সাবেক সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাসির উদ্দিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দোলন চন্দ্র রায়, সওজ’র এসও আবু হানিফসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এর আগে বরিশাল কৃষি বিভাগের উপ-পরিচালক হরিদাস শিকারী শনিবার বাঁধ পরিদর্শন শেষে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর মাধ্যমে চব্বিশ ঘন্টার মধ্যে বাঁধ অপসারণ করার জন্য অনুরোধ করলেও সওজ কর্তপক্ষ বা ঠিকাদার বাঁধ অপসারণ না করায় চাষিরাই তাদের মরন ফাঁদ খালের বাঁধ কেটে দিয়েছে।

এসময় নির্বাহী কর্মকর্তা চাষিদের উদ্যেশ্যে বলেন, সরকারের সকল উন্নয়ন সকল জনগনের জন্য। তাই সকল উন্নয়নই দরকার। সমন্বয়ের মাধ্যমে সরকারের উন্নয়ন কাজ সম্পন্ন করতে হবে তাই চাষিদের স্বার্থ সংশ্লিষ্ঠ পানি সরবরাহের পরে সওজের উন্নয়ন কাজের জন্য আবার বাঁধ দেয়ার প্রয়োজন হলে সংশ্লিষ্ট সকলের সাথে সমন্বয় করে কাজ করতে হবে।

(টিবি/এসপি/জানুয়ারি ০৬, ২০১৯)