নওগাঁ প্রতিনিধি : আবাদ উদ্বৃত্ত উত্তরের নওগাঁ জেলার কৃতি সন্তান সাধন চন্দ্র মজুমদারকে খাদ্যমন্ত্রী করায় জেলা জুড়ে আনন্দের বন্যা বইছে।

রবিবার বিকেলে মন্ত্রী পরিষদের সচীব কর্তৃক প্রেস ব্রিফিংয়ের খবর টিভিতে সরাসরি সম্পচার হওয়ার পর জেলা জুড়ে আনন্দ উল্লাসের পাশাপাশি বিভিন্নমহলে মিষ্টি বিতরণ করা হয়। সেই সঙ্গে জেলাবাসী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি তাঁকে অভিনন্দন জানান।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের মধ্যে হেভী ওয়েট প্রার্থীদের মধ্যে তিনি ছিলেন একজন। তৃতীয় বারের মতো এমপি নির্বাচিত হন নওগাঁ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার। শুরু থেকেই তার বিজয় নিয়ে দৃঢ় প্রত্যয়ী ছিল আওয়ামীলীগ।

স্থানীয় নেতাকর্মীরা জানান, ৯ম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হবার পর থেকেই সাধন চন্দ্র মজুমদার তৃণমূলে সাংগঠনিক কার্যক্রম মজবুত করার কাজে হাত দেন। নির্বাচনী এলাকায় দলের কর্মী-সমর্থকদের ঐক্যবদ্ধ করে দলকে সামনে এগিয়ে নেন।

আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অন্যান্য অঙ্গ সংগঠনের নতুন কমিটি গঠন ও তা গতিশীল করতে নিরলসভাবে শ্রম দিয়ে যান। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে পোরশা, সাপাহার ও নিয়ামতপুর উপজেলার আওয়ামীলীগের নেতারা নিজেরাই বসে ঠিক করেন কে হবেন তাদের মনোনীত প্রার্থী।

তাদের সিদ্ধান্ত মতে সাধন চন্দ্র মজুমদারকে দল একক প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়। ৩০ ডিসেম্বর একাদশ নির্বাচনে তিনি বিপুল ভোটে জয়লাভ করেন।

(বিএম/এসপি/জানুয়ারি ০৬, ২০১৯)