রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : নোয়াখালীর সুবর্ণচরে স্বামী-সন্তান কে বেধেঁ রেখে স্ত্রীকে গণধর্ষণের ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এ কর্মসুচি পালিত হয়।

সাতক্ষীরা সচেতন নাগরিক সমাজের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সুভাষ সরকার।মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সাতক্ষীরা নাগরিক আন্দোলন মঞ্চের আহবায়ক এড. ফাহিমুল হক কিসলু, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও সাবেক পিপি এড. ওসমান গণি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি এড. আবুল কালাম আজাদ, সাংবাদিক মমতাজ আহমেদ বাপ্পি, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব লায়লা পারভীন সেঁজুতি, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশি, প্রথম আলো বন্ধু সভা সাতক্ষীরার সভাপতি জাহিদা জাহান মৌ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, নির্বাচন পরবর্তী এ ধরণের সহিংসতা সাধারণ মানুষকে বিচলিত করেছে। সারা দেশ জুড়ে নির্বাচন পরবর্তী সহিংসতা হতে পারে এমনটি ধারণা করার পরও এ ধরণের ঘটনা ঘটে গেল। প্রশাসনের ভূমিকা নিয়ে বক্তারা প্রশ্ন তুলে বলেন, অপরাধীরা কোন দলের হতে পারে না। তবে অপরাাধীরা গ্রেফতার হলেও তারা যাতে প্রভাব খাটিয়ে রেহাই না পায় সেজন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।
সাতক্ষীরা প্রতিনিধি।

(আরকে/এসপি/জানুয়ারি ০৬, ২০১৯)