গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জের রংপুর সুগার মিলের সংরক্ষিত সাহেবগঞ্জ  ইক্ষু খামারে আবারও রহস্যজনক অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। 

রবিবার বিকেলে ইক্ষু খামারে এই অগ্নিকান্ড ঘটে। এতে খামারের প্রায় ৫০ বিঘা জমির আখ ক্ষতিগ্রস্থ হয়। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট তিন ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রংপুর সুগার মিলের সংরক্ষিত সাহেবগঞ্জ ইক্ষু খামারে ডান পার্শ্বে রবিবার বিকেলে দাবানলের মত খন্ড খন্ড আকারে আগুন খামারের বিশাল অংশ জুড়ে ছড়িয়ে পড়ে। সাধারণত আগুন যেকোন একপ্রান্ত লেগে অন্য প্রান্তে ছড়িয়ে পড়ে। আগের অনেক অগ্নিকান্ডে এক জায়গায় লাগলেও এবারে খন্ড খন্ড আগুন লাগায় রহস্যের সৃষ্টি হয়েছে।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আব্দুল হামিদ জানান, বিচ্ছিন্ন জায়গায় আগুন লাগায় ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট দীর্ঘ তিন ঘন্টার বেশি সময় ধরে চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

গত ২৩ ডিসেম্বর খামারের চারা বটগাছ এলাকায় আগুন লেগেছিলো। এতে খামারের প্রায় ৫০ বিঘার মত জমির আখ আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছিলো। সেদিন একপ্রান্ত থেকে আগুন লেগে দ্রুত ছড়িয়ে পড়েছিলো। কিন্তু রবিবার দুপুরে লাগা আগুন ডানপার্শ্বের বিস্তীর্ন অঞ্চল জুড়ে খন্ড খন্ড আকারে জ্বলতে দেখা যায়।

রংপুর চিনিকল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন বিভিন্ন জায়গায় খন্ড খন্ড আগুন লাগার বিষয়ে বলেন, স্থানীয় স্বার্থানেষী মহল উদ্দেশ্যপ্রণোদিত ভাবে আগুন লাগাচ্ছে বলে মিল কর্তৃপক্ষ ধারনা করছে।

গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মন আগুন লাগার সত্যতা স্বীকার করে জানান, দ্রুত পদক্ষেপ গ্রহণে আগুন নিয়ন্ত্রণে আসে।

উল্লেখ্য, গত ২৩ ডিসেম্বর এই ইক্ষু খামারে আগুন লেগে প্রায় ৫০ বিঘা জমির আখ আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছিল।

(এসআরডি/এসপি/জানুয়ারি ০৬, ২০১৯)