রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৮-১৯ সেশনে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে আবেদনের প্রেক্ষিতে ১৭ বিদেশী শিক্ষার্থীকে ভর্তির অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয় (ভারপ্রাপ্ত) রেজিস্ট্রার প্রফেসর এম এ বারী এ তথ্য নিশ্চিত করেন। 

ড.বারী জানান, চলতি শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ভর্তি জন্য ১৭ জন বিদেশী শিক্ষার্থী আবেদন করে যার মধ্যে ১৩ জন নেপালের এবং ৪ জনসোমালিয়ান শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ সবাইকে ভর্তি জন্য অনুমোদন দিয়েছে।

নেপালী শিক্ষার্থীদের মধ্যে ক্রপসায়েন্স এন্ড টেকনোলজি বিভাগে ৪জন, ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্স বিভাগে ৬, ফার্মেসী বিভাগে ২ ও ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং(ইইই) বিভাগে ১জন আবেদন করেন। অন্যদিকে সোমালিয়ার কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ১জন, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (আইসিই) বিভাগে ১জন, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে ১জন ও ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগে ১ জনসহ ৪জন ভর্তির আবেদন করেন।

প্রসঙ্গত, এর আগে রাবিতে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ১৪ জন বিদেশী শিক্ষার্থী ভর্তি হয়েছিল।

(টিকে/এসপি/জানুয়ারি ০৭, ২০১৯)