মাদারীপুর প্রতিনিধি : মাদরীপুরের রাজৈর বাজারে আজ মঙ্গলবার দুপুরের ভোক্তা অভিকার আইনে  ৪ টি দোকানে আলাদা আলাদা অপরাখে ১০ হাজার  টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। 

রাজৈর বাজারে সেবার মূলল্যে তালিকা সংরক্ষণ ও প্রদর্শন না করা, পণ্যের মোড়ক ব্যাবহার না করা, মূল্যের তালিকা প্রদর্শন না করা, ভেজাল পন্য বা ঐষধ বিক্রয়, খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রবোর মিশ্রন সহ বিভিন্ন বিষয়ে অভিজান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষষ অধিদপতর এর নিরর্বাহী ম্যাজীস্টেট, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষষ অধিদপ্তর এর সহকারি পরিচালম জান্নাতুল ফেরদাউস ।

এসময় তিনি দোকান দার দের ও জনগন কের সচেতন হতে বলেন। এ ভ্রাম্যমান আদালতের কথা শুনে বাজারের গ্রায় দোকান মালিকরাই দোকান বন্ধ করে রাখেন। ভ্রাম্যমান আদালত চলে গেছে শুনে আবার সবাই দোকান খোলেন।

(এমআরএস/এসপি/জানুয়ারি ০৮, ২০১৯)