ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ঈশ্বরদীর পাকশীতে হার্ডিঞ্জ ব্রীজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রংমিস্ত্রির মর্মান্কি মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে হার্ডিঞ্জ ব্রিজ রং করার সময় এই ঘটনা ঘটেছে। 

নিহত রং মিস্ত্রির নাম শরিফুল ইসলাম (২৬)। সে ঈশ্বরদীর চররূপপুর গ্রামের ফটু মার্কেট এলাকার চুন্নু প্রামাণিকের ছেলে বলে জানা গেছে।

পাকশী ইউপি চেয়ারম্যান এনামুল হক বিশ্বাস জানান,, শরিফুল হার্ডিঞ্জ ব্রীজের গার্ডারের উপরে উঠে রং-এর কাজ করছিল।

এসময় গার্ডারের পাশে বিদ্যুৎ লাইনের সাথে তার শরীর স্পর্শ হলে সে গার্ডার হতে ব্রীজের রেল লাইনের উপর পড়ে যায়। এতে তার মাথা, মুখ ও পায়ে আঘাত লাগে। দ্রুত তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, ঝুকিপূর্ণ হার্ডিঞ্জ ব্রিজের রং করার কাজে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা না থাকায় এ দুর্ঘটনা সংঘঠিত হয়েছে। এই দুর্ঘটনার জন্য ঠিকাদারী প্রতিষ্ঠান এবং পাকশী বিভাগীয় রেলওয়ের ব্রিজ ইঞ্জিনিয়ার অফিসের গাফিলতিকে তারা দায়ী করেন।

(এসকেকে/এসপি/জানুয়ারি ০৮, ২০১৯)