হে প্রিয় জনতার আশরাফ

হে প্রথিক-
একটু ফিরে তাকাও,
তোমার ঠিকানাহীন দৃষ্টির মাঝে অবারিত নিলাকাশ-
মনের গভীরে মহা সমুদ্রের ন্যায় প্রচন্ড ভালবাসা,
দেখো চেয়ে জনতার ঢলÑতোমার ফিরে যাওয়ায়-
রেখে গেলে স্মৃতির বেদনা ভরা ভান্ডার।
প্রকৃতির কোন খেয়ালে আপন গতিতে হলে ধাবমান,অজানার পানে-
আর কি ফিরিবে কখনো?--না।
দেশ মাত্রিকার টানে হাজারো কর্মের তাগিদ নিয়ে-করেছো বিজয়।
স্তব্ধ করে রেখে গেলে তোমার নিজস্ব গন্ডির ভাবনার কড়িডোর।
কত স্বúœ,কত ভাবনা ছিল তোমার মনে-
কোন অজানা গন্তব্যে পারি দিয়ে মূখ ফিরালে মোড়ের ছেড়ে।
লক্ষ কোটি মনে আঘাত করলে-অশ্রু সিক্ত করে।
ভাবলে না আর কোনো পাবার ইচ্ছা।
প্রিয় পথিক অন্তরালে দৃষ্টি ফেলে তাকাও আর একটিবার -
দেশবাসি হতাশ-নির্বাক,ভাষাহীন অব্যক্ত ভালবাসা তোমার জন্যে,
দুহাত ভরে রেখেছে উজার করে-
নেবে-না তুমি?
নিস্প্রভ আলোর প্রদীপ জ্বালাও আর একটি বার হে-পথিক ।
জীবন্ত করো বিজ্ঞ পথিক ভাবনার লীলা ভুমি।
আয়রে আয় বার বার আয়-সখা-
শোধ-রাবো মোদের ঋন,
পরাস্ত করে রেখে গেলে মালীহীন বাগান।
তবুও,তোমার সুভাষ ছড়ায় বাতাসে,বিমোর হই মনের অজান্তে।
মনে রেখো-
রেখো মনে প্রিয় হে জনতার আশরাফ।