নওগাঁ প্রতিনিধি : নওগাঁর পত্নীতলায় বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) বিদ্যুৎ চালিত গভীর নলকুপের বৈদ্যুতিক মিটার চুরির সংঘবদ্ধ চক্রের মূল হোতা জাহান আলী ওরফে বাবুল হোসেন বাবলুকে সোমবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। 

পার্শ্ববর্তী সাপাহার উপজেলার মাছ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত জাহান আলী ওরফে বাবুল হোসেন বাবলু (৪৪) বগুড়ার আদমদীঘি উপজেলার বড় আখিড়া গ্রামের ছহির উদ্দীনের পুত্র।

এ ব্যাপারে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ পরিমল কুমার চক্রবর্তী জানান, ওই সংঘবদ্ধ চক্রের মূল হোতা জাহান আলী দীর্ঘদিন পলাতক ছিল। আটক জাহান আলীর বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

তিনি আরো জানান, জাহান আলীর দেয়া তথ্যমতে সংঘবদ্ধ চক্রের অন্যান্য সদস্যদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত আছে এবং পলাতক আনিছুর এলাকার বিখ্যাত গরু চোর বলে জানান তিনি।

(বিএম/এসপি/জানুয়ারি ০৮, ২০১৯)