বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের চিলা এলাকা থেকে একটি নৌকাসহ ৩০ কেজি হরিণের মাংস জব্দ করেছে বন বিভাগ। সোমবার দিনগত রাতে এ ঘটনায় বন আইনে একটি মামলা করা হয়েছে। সুন্দরবন বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. মাহমাদুল হাসান জানান, করমজল ফরেস্ট অফিসের বনরক্ষীরা সোমবার দিনগত রাতে নিয়মিত টহল দিচ্ছিলেন। এক পর্যায়ে একটি নৌকাকে চ্যালেঞ্জ করলে চোরা শিকারীরা দ্রুত নৌকাটি চালিয়ে চিলা এলাকায় রেখে তারা পালিয়ে যায়।

এ সময় নৌকায় তল্লাশি চালিয়ে ৩০ কেজি হরিণের মাংস উদ্ধার ও নৌকাটি আটক করা হয়। এ ঘটনায় বন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃত হরিণের মাংস আদালতের নির্দেশে কেরোশিন তেল মেখে মাটি চাপা দেয়া হয়েছে।

(এসএকে/এসপি/জানুয়ারি ০৮, ২০১৯)