সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোনা) : নেত্রকোনার কেন্দুয়ায় ৪৮তম জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরী শিক্ষা শীতকালীন ক্রিড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার বেলা ৩টায় জয়হরি স্প্রাই সরকারি উচ্চবিদ্যালয় মাঠে অ্যাথলেটিক্স ফাইনাল ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: জাহাঙ্গীর হোসেন।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য ও বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: শিরিন সুলতানা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহানারা রোজি। এছাড়া বিজয়ী ও সকল প্রতিযোগিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মুখলেছুর রহমান বাঙ্গালী, কাউরা আদর্শ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন ও জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো: মোতাহার হোসেন।

সায়মা শাহজাহান একাডেমির সহকারী শিক্ষক সাহাবুল কাদির ভূঞার সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কেন্দুয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা, উপজেলা ক্রিড়া সংস্থার সম্পাদক মো: আশরাফ উদ্দিন ভূঞা, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আবুল কাশেম আকন্দ প্রমুখ। ৪০টি ইভেন্টে এ খেলায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিরা।

(এসবি/এসপি/জানুয়ারি ০৮, ২০১৯)