গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে মানবতা বিরোধী অপরাধের মামলায় মোফাজ্জল হোসেন মফা নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ । আটক মোফাজ্জল হোসেন ওরফে মফা উপজেলার শ্রীমূখ গ্রামের ইলাহী বক্স এর পুত্র। 

জানা গেছে, ৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার বাহিনীর সহযোগী হিসেবে রাজাকার কমান্ডারের দায়িত্ব পালন করেছে মোফাজ্জল। সে সময় হত্যা, নির্যাতন, লুট, অগ্নি সংযোগ সহ বেশ কিছু ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ ট্রাইবুনালে ০৬/২০১৮নং মামলা রয়েছে। এ বিষয়ে গত ৩ জানুয়ারী ট্রাইবুনাল থেকে ওয়ারেন্ট ইস্যু হলে পুলিশ আজ বুধবার সকালে তাকে গ্রেফতার করে।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, বিষয়টি ট্রাইবুনালে বিচারাধীন রয়েছে এবং ট্রাইবুনাল থেকে প্রাপ্ত ওযারেন্ট মুলে তাকে গ্রেফতার করা হয়েছে। এর বেশি কিছু জানানো সম্ভব নয়।

গোবিন্দগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নূরুল ইসলাম আজাদ জানিয়েছেন, মোফাজ্জল হোসেন ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার বাহিনীর সহযোগী হিসেবে রাজাকার বাহিনীর উপজেলা কমান্ডারের দায়িত্ব পালনকালে বিভিন্ন স্থানে নানা রকম মানবতা বিরোধী অপারাধের সাথে জড়িত ছিল।

(এসআরডি/এসপি/জানুয়ারি ০৯, ২০১৯)